মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 3 September 2020 , 9:05:41 প্রিন্ট সংস্করণ
নীলফামারী সদর উপজেলায় পলাশবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বালাপাড়া গ্রামে ০৩ সেপ্টেম্বর-২০২০ তারিখ বৃহস্পতিবার বেলা ১২টায় আগুনে পুরে ছাই হয়ে যায় ৪টি পরিবারের ৭টি ঘর।
এলাকার স্থানীয়দের কাছে জানা যায় বিদুৎ মিটার বাষ্ট হয়ে এই আগুনের সূত্রপাত হয়। দিনমুজুর হওয়ার কারনে, আগুন লাগার সময় বাড়িগুলোতে কোন পুরুষ মানুষের উপস্থিতি ছিল না। প্রাথমিক অবস্থায় এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে, পরে নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনা স্থলে কোন মানুষ হতাহত হয়নি তবে, রাশিদুল ইসলামের একটি বড় গরু আগুনে পুরে মারা যায়, গরুটির আনুমানিক দাম প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। আগুন খুব দূত ছড়িয়ে পরার কারনে ও বাড়ি গুলোতে মহিলা মানুষ অবস্থান করায় ঘর থেকে কেউ কাপর-চোপর,ধান-চাল, ইত্যাদি কোন কিছুই বের করতে পারেনি এবং ঘর গুলো পাশা-পাশি হওয়ার কারনে ৭টি ঘরে দূত আগুন ছড়িয়ে পরে বলে জানায় এলাকাবাসী।
৪টি পরিবারে প্রায় সারে চার লক্ষ টাকার মতো ক্ষয়-ক্ষতির হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এক কাপরে থাকা আর খোলা আকাশ নিচে জীবর যাপন করা ছাড়া পরিবার গুলোর ঠাই রাখার জায়গাটুকু বর্তমান নাই। স্থানীয় জনপ্রতিনিধি গন আগুনে পোড়া পরিবার গুলোর জন্য তারাতারি কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।