সারাদেশ

মিঠাপুকুরে বাস ভাড়ার জের ধরে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

  আমিরুল কবির সুজন,  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 7 September 2020 , 11:26:35 প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরে বাস ভাড়ার জের ধরে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে এক যাত্রী বাসের ভাড়া কম দেওয়াকে কেন্দ্র করে চলন্ত দ্বিতল বাস থেকে এক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

৭ সেপ্টেম্বর সোমবার শেষ বিকেলে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের দমদমা তারাগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

আহত ওই যাত্রীর নাম জীবন। তার বাড়ি রংপুর সদর উপজেলার পাগালাপীর এলাকায় বলে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর শঠিবাড়ি ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, ভাড়া কম দেওয়ার কারণে এক যাত্রীকে দ্বিতল বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বাসের হেলপার ভাড়া চেয়েছিল ২৫ টাকা। ওই যাত্রী দিয়েছিল ২০ টাকা। ৫ টাকা কম দেওয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। দ্বিতল বাসটি পীরগঞ্জ থেকে পাগলাপীর যাচ্ছিল। তবে, বাসটি আটক করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content