সারাদেশ

মাদক বিক্রেতাদের বাড়িকে গন শৌচগার করার দাবি

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ , (নীলফামারী জেলা) প্রতিনিধি 19 September 2020 , 11:29:04 প্রিন্ট সংস্করণ

মাদক বিক্রেতাদের বাড়িকে গন শৌচগার করার দাবি

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রেতাদের বাড়িকে গণ শৌচাগার করার দাবী ও মাদকের বিরুদ্ধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর’এর আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয় ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভহতে র্্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার তদন্ত অফিসার আতাউর রহমান।

ইউএনও মো. নাসিম আহমেদ এসময় তিনি বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে আমাদের তরুন সমাজকে এ থেকে ফিরে আসতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে আপনারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করুন”।

র্যালিতে অংশগ্রহন করে ‘ আমাদের প্রিয় সৈয়দপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। র্্যালিটি শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে উপজেলার শহর ও গ্রামের প্রধান প্রধান সড়ক ও মহল্লা প্রদক্ষিন করে এবং বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী পথসভা করে। বিভিন্ন প্রান্ত বেয়ে র্্যালিটি গোলাহাটে এসে শেষ হয়।

‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, সৈয়দপুরে এখন হাত বাড়ালেই মিলছে মাদক। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সকল বয়সের অনেক মানুষ আজ মাদকে আসক্ত। অথচ মাদক বিক্রেতারা দেদারছে বিক্রি করছে মাদক। এমনি এক পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান এবং এই কর্মসূচী। আমরা মাদক বিক্রেতাদের বসতবাড়ীকে গণ শোচাগার করার দাবী জানাচ্ছি।

প্রতিটি ওয়ার্ডে পথসভা, লিফলেট বিতরণ ও মাদক বিক্রেতাদের নাম ঠিকানাসহ প্রকাশ এবং তাদের সামাজিকভাবে বয়কটে যাবতীয় কর্মসূচী পালন করব ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।