বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 3 October 2020 , 4:02:43 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে রাতের অন্ধকারে আগাছানাশক ওষুধ ছিটিয়ে আমন ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে দেবত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যপারে ক্ষতিগ্রস্থ কৃষক সাদেকুল ইসলাম উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, দেবত্তরপাড়া গ্রামের কৃষক সাদেকুল ইসলামের সাথে একই এলাকার মাহামুদুল কবিরের
দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এরই জের ধরে মঙ্গলবার রাতে মাহামুদুল কবির লোকজন নিয়ে সাদেকুলের
আমন ক্ষেতে মাত্রাতিরক্ত আগাছানাশক ওষুধ ছিটিয়ে দেন।
ঘটনার কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা
শুরু হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা না হওয়ায় সাদেকুল ইসলাম উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করেন।
শনিবার ভুক্তভোগী কৃষক সাদেকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আমার ২৮ শতক জমিতে আমন ধান রোপন করার পর
থেকে মাহামুদুল কবির আমার ক্ষেতের ধান নষ্ট করার জন্য হুমকী দিয়ে আসছিলেন।
আমি বাধ্য হয়ে তার বিরুদ্ধে থানায় একটি
সাধারণ ডায়েরী করেছি। অভিযুক্ত মাহামুদুল কবিরের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জুবাইদুর রহমান বলেন, ক্ষেতের ধান নষ্ট করার অভিযোগ পেয়েছি।
তবে আগাছানাশক ওষুধ ছিটিয়ে নষ্ট করা হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখার আগে
বলা যাচ্ছেনা।