মোস্তাকিম, ময়মনসিংহ প্রতিনিধি 16 October 2020 , 10:31:19 প্রিন্ট সংস্করণ
“আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রান, তবে কেনো নয় স্বেচ্ছায় রক্তদান” স্লোগান কে সামনে রেখে গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন ময়মনসিংহ এর উদ্দ্যোগে জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং ও মাস্ক বিতরণ করা হয় ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২ টা থেকে ক্যাম্পিং শুরু হয় শেষ হয় সন্ধা ৬ টা। ৩৩০+ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করা হয় এবং এই ক্যাম্পিং এ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহন করে।
ক্যাম্পিং এ “ উপস্থিত ছিলেন গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন ময়মনসিংহ এর উপদেষ্টা, মাহাদী হাসান আপন (সভাপতি), সিদরাতুল মুনতাহা (জেনি), (সিনিয়র সহ সভাপতি), সোহান আজমেরী অলক সরকার (প্রচার সম্পাদক), হাফিজুল ইসলাম রানা (দপ্তর সম্পাদক) , খায়রুল ইসলাম স্বাধীন (আইন সম্পাদক) ,মাসুদ পারভেজ, কাদির হাসান কাজল , শফিকুল ইসলাম নাহিদ, মোহাম্মদ রিয়াদ আল ইমরান (শাওন), দোলন, অন্তর, প্রিয়া, সুজন, সাব্বির।
ক্যাম্পিং এর সেচ্ছাসেবী সোহান আজমেরী বলেন, গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন ময়মনসিংহ এর জন্য মানুষের সেবা করতে পারছি, আর এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক ভালো লাগছে।
গ্রুপ নির্নয় করতে আসা চা দোকানি মোঃ রকির কাছে তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, আগে মনে করতাম সকলের রক্ত একই ধরনের বা একই গ্রুপ কিন্তু এখন নিজের রক্তের গ্রুপের কথা জানতে পেরে ভালো লাগছে। অনার্স ১ম বর্ষের হাপসা বলেন, প্রথমে আমার খুব ভয় করছিল আর এখন আর ভয় পাচ্ছিনা।